Today [Today] Total Present Absent View
Student 1200 1000 200 Details...
Teachers 170 165 5 Details...
Stuffs 200 198 2 Details...
Vacant Info Total Class/ Depertment/ Field
Student 40 Click to see available possition
Teacher 7 Click to see available possition
Stuffs 3 Click to see available possition
More Statistics

বিদ্যালয় পরিচিতি

রংপুর সেনানিবাসের অভ্যন্তরে ‘‘শহীদ মোস্তফা নগর’’ আবাসিক এলাকায় রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড এর সার্বিক তত্ত্বাবধানে ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ৪ ভাদ্র ১৪০১ বঙ্গাব্দ, ১৯ আগস্ট ১৯৯৪ সালে তৎকালীন মাননীয় স্টেশন কমান্ডার ও সভাপতি ক্যান্টনমেন্ট বোর্ড, কর্নেল সৈয়দ আনোয়ারুল জাকির, পিএসসি মহোদয় বিদ্যালয়ের মূল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ২০০১ সালে তৎকালীন মাননীয় স্টেশন কমান্ডার ও সভাপতি ক্যান্টনমেন্ট বোর্ড, আ.জ.ম বজলুল হক মহোদয়ের অনুমতিক্রমে ২০০১ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা হয়। বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যমত্ম চালু থাকায় ৯ম শ্রেণিতে ভর্তির জন্য সেনানিবাসে কর্মরত অভিভাবকবৃন্দ তাঁদের সন্তানদের পড়ালেখার জন্য নিরুপায় হয়ে অন্য বিদ্যালয়ের দ্বারস্থ হতেন।

       এর ফলে বিশেষ করে ছাত্রী অভিভাবকগণ গভীর উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করতেন। এ সকল অসুবিধার কথা বিবেচনা করে তৎকালীন স্টেশন কমান্ডার ও সভাপতি ক্যান্টনমেন্ট বোর্ড, রংপুর সেনানিবাস কর্নেল এম.এইচ সালাউদ্দিন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ০১/০১/২০০৫ তারিখ হতে বিদ্যালয়টিকে ৯ম শ্রেণিতে উন্নীত করা হয়।

         স্টেশন সদর দপ্তর, রংপুর সেনানিবাস ও ক্যান্টনমেন্ট বোর্ড ,রংপুর এর সার্বিক তত্ত্বাবধানে এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় ,ঢাকা সেনানিবাস, ঢাকা কর্তৃক পরিচালিত ছায়া ঢাকা , সীমানা প্রাচীর বেষ্টিত সুন্দর মনোরম পরিবেশে নারীশিক্ষা উপযুক্ত এ বিদ্যাপীঠে বর্তমানে শিশু শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত ০২ টি করে শাখা ও ১০ম শ্রেণিতে ০১টি শাখা সহ ১১টি শ্রেণির ২১ টি শাখায় সর্বমোট ১২৭৯ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বর্তমানে সুদক্ষ পরিচালনা পর্ষদের সুষ্ঠু পরিচালনায় এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা ও নিবিড় যত্নে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উত্তরোত্তর সাফল্য অর্জন করছে।

Our College is the best choice for your Child